Menu Close

Old age Home vs Care at Home

আজকের দিনে অনেক বৃদ্ধ বাবা মা আছেন যারা ৰিদ্ধশ্রমে আছেন, এটি একটি খুব এ সাধারণ ঘটনা কারণ তাদের সন্তান সন্ততি রা অনেক এই কর্ম সূত্রে বিদেশ এ বসবাস করছেন। প্রত্যেক সন্তান মনে করেন তাদের বাবা মা যেন সুখে শান্তি তে থাকেন এবং এমন এক জায়গায় বাস করেন যেখানে সমস্ত সুযোগ সুবিধা (চিকিৎসা থেকে নিরাপত্তা) বর্তমান।

আজকের এই ব্যাস্ততম জীবনে বেশিরভাগ বৃদ্ধ বাবা মা একই থাকেন।  যদিও বৃদ্ধাশ্রম এ থাকার চিন্তা মৌলিক ভাবে কিছু ভুল নয় কিন্তু এটি তাদের মানসিক সংবেদনশীলতা কে আঘাত করে অনেক বয়স্ক বাবা মা তাদের নিজের বাড়িতেই থাকতে বেশি পছন্দ করে থাকেন এবং এটিই সর্বদা বেশি কাম্য।

  • বৃদ্ধাশ্রম এর অপর একটি ভালো বিকল্প হল সিনিয়র কেয়ার at হোম।  কারণ অনেক বাবা মা বৃদ্ধাশ্রম এ যাওয়ার ব্যাপারে খুব এই সংবেদনশীল।  তারা বাড়ি তে বসবাস করারকেই বেশি প্রাধান্য দেন।
  • আজকের দিনে প্রত্যেক নার্সিং হোম বা হাসপাতাল এ ২৪*৭ ইমার্জেন্সি র সুবিধা রয়েছে যেখানে বাড়ি তে কর্মরত মেডিকেল আটটেনড্যান্ট বা কেয়ার গিভারের সাহায্যে সহজেই পৌঁছানো যাই।
  • বয়স বারার সঙ্গে সঙ্গে অনেকেই মোটর ফাংশান এবং ডিমেনশিয়া জনিত সমস্যার সুম্মুখীন হয়ে থাকেন।  তাদের জন্য ডেডিকেটেড হোম কেয়ার একটি অন্যতম বিকল্প।  যেখানে একজন কেয়ার গিভার প্রত্যহ তার রক্ষনাবেক্ষন এবং দৈনন্দিন ক্রিয়া কলাপ এ সাহায্য করে।  এছাড়া বৃদ্ধ মানুষটির সুযোগ সুবিধা এবং চাহিদা যথাযথ ভাবে পূরণ করে থাকেন।   
  • আজকের দিনে বিদেশ এ কর্মরত অনেক সন্তান সন্ততি র কাছে তাদের বৃদ্ধ বাবা মায়ের সুরক্ষা একটি যথেষ্ট  চিন্তার বিষয়।  কিন্তু একক জন ডেডিকেটেড কেয়ার গিভারের সাহায্যে তারা তাদের এই দুশ্চিন্তা কে সহজেই দুরস্ত করতে পারেন। এছাড়া ডিজিটাল ক্লাউড সিসিটিভি ক্যামেরা তাদের সমস্যা কে মেটাতে পারে। 

Our Services

#Elder care at Home

#Medical attendant care at Home

#Attendant care at Home

#Nursing care at Home

#Doctor at Home

#Physiotherapy at Home

#Medical equipment Rental

#Medicine delivery

#ICU at Home

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×